স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৪ জুলাই।। করোণা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে মোহনপুর মহকুমা প্রশাসন। শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে এবং দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনি ও রবিবার দুদিন রাজ্যে জারি রয়েছে উইকেন্ড কার্ফিও।এই উইকেন্ড কার্ফিও আইন অমান্য করে রাস্তায়,বাজারে বের হওয়া লোকজন এবং দোকান খুলে বসা ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মোহনপুরে অভিযানে নামলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত।
শনিবার দুপুরে মহকুমা শাসক মোহনপুরের তুলাবাগান চৌমুহনীতে অভিযান চালিয়ে রাস্তায় বের হওয়া ও বাজারে ঘুরাফেরা করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা লোকেদেরকে আটক করে ফাইন করেন। নেওয়া হয়েছে এইসব লোকজনদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা।
মহকুমা শাসকের সাথে অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক ডঃ কমল বিকাশ মজুমদার।মহকুমা শাসক সুভাষ দত্ত জানান ,মোহনপুর মহকুমার দমদমিয়া থেকে শুরু করে প্রায় বেশ কিছু স্থানে চলে অভিযান।
আইন ভঙ্গ করার কারনে তিনজন ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়। করোণা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।