অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি বাড়িয়েছেন মাউরিসিও পচেত্তিনো। ২০২৩ পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে থাকবেন তিনি।
শুরুতে ১৮ মাসের চুক্তি নিয়ে ২০২১ সালের জানুয়ারিতে পিএসজিতে যোগ দেন পচেত্তিনো। প্যারিসে ফিরে সমর্থকদের মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন কোচ। প্যারিসবাসীরাও তাকে দীর্ঘদিনের জন্য রেখে দিতে চুক্তি নবায়ন করল।
লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলেও পচেত্তিনো ক্লাবের সবার মাঝে এক পজিটিভ প্রভাব তৈরি করেছেন ইতিমধ্যে। চুক্তি বাড়ানোর পর তিনি বলেন, ‘আমাদের জন্য (কোচিং দল) ক্লাবের সমর্থন ও বিশ্বাস খুবই দরকারী বিষয়। আমাদের নিয়ে গর্ব করতে সমর্থকদের জন্য আমরা সম্ভাব্য সবকিছু করব। ’
পচেত্তিনোর সঙ্গে চুক্তি করে সমান খুশি পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও। তিনি বলেন, ‘পিএসজির হয়ে অভিযান চলমান রাখার জন্য আমরা মাউরিসিও ওপর খুশি। ২০ বছর আগে সে ক্লাবের অধিনায়ক ছিল এবং ক্লাবের লক্ষ্য ও উচ্চাশার জন্য সে তার মূল্যবান সময় দিয়েছে। ’
নতুন মৌসুম শুরুর আগে ব্যস্ততম সময় কাটিয়েছে পিএসজি। ইতিমধ্যে মধ্যে তারা চুক্তি করেছে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা, সার্জি রামোস, আশরাফ হাকিমি ও গিয়র্গিও ভিনালদামের মতো তারকাদের সঙ্গে।