অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। নিজেদের ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করায় কোভ্যাক্সিনের ট্রায়াল বাতিলের ঘোষণা দিয়েছে ব্রাজিল।
ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ‘ভারত বায়োটেক ব্রাজিলের সংস্থার সঙ্গে চুক্তি খারিজ করায় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’
ব্রাজিলের প্রেসিসা মেডিকামেন্টোস নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছে কোভ্যাক্সিন বিক্রি করার কথা ছিল ভারত বায়োটেকের।
কিন্তু শুক্রবার সেই চুক্তি খারিজ করেছে তারা।
কেন চুক্তি খারিজ করা হয়েছে তার কোনো কারণ দেখায়নি ভারত বায়োটেক।
শুক্রবার ভারত বায়োটেক বলেছে, ‘ব্রাজিলের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। যদিও ব্রাজিলের ড্রাগ রেগুলেটরি বডি আনভিসা-র সঙ্গে কাজ করবে ভারত বায়োটেক।
ব্রাজিল যাতে কোভ্যাক্সিনকে ব্যবহারের অনুমতি দেয় তার জন্য পুরো প্রক্রিয়া শেষ করতে চায় কোম্পানি। ’
কিছু দিন আগেই কোভ্যাক্সিনের চুক্তি ঘিরে বিতর্ক ছড়িয়েছিল ব্রাজিলে। অভিযোগ ওঠে প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে।
ভারত বায়োটেক থেকে যে দু’কোটি টিকা পাঠানোর কথা ছিল তা পাঠানো হয়নি বলেও অভিযোগ ওঠে। এই বিতর্কের পরেই চুক্তি বাতিল করে ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা।