স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ জুলাই।। ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের সাংগঠনিক এবং রাজনৈতিক তৎপরতা সম্প্রতিকালে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে সংগঠনের নীচের স্তর থেকে শক্তি বৃদ্ধি করার লক্ষে বিজেপির প্রদেশ নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ভিন্ন ধরনের সাংগঠনিক পদক্ষেপ নেওয়া অব্যাহত। সেই অনুযায়ী সিপাহীজলা জেলা উত্তরের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিশালগড় শুভদীপ কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক, সিপাহীজলা জেলা উত্তরের যুব মোর্চার অফিস সম্পাদক সৈকত সাহা সহ অন্যান্য কার্যকর্তারা।
এদিন বৈঠক শুরুর আগে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বন্দে মাতরম গীত পরিবেশন করা হয়।
এদিন উপস্থিত বক্তারা সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও আলোচনা করা হয়।
সর্বশেষে সিপাহীজলা জেলা উত্তরের যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাসের সমাপ্তি ভাষণ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে। এদিনের বৈঠকে যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।