অনলাইন ডেস্ক, ২৩ জুলাই।। করোনার উৎস জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরেকবার চীনে গিয়ে তদন্ত করতে চাইলেও রাজি হয়নি দেশটি। বিবিসি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এবার চীনের ল্যাবে অডিটের প্রস্তাব দেয়া হয়েছে।
চীনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাং ইক্সিন এমন প্রস্তাবকে ‘বিজ্ঞানের সাধারণ ধারণার প্রতি অসম্মান’ বলে মন্তব্য করেছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুব কম। কিন্তু বিষয়টি নিয়ে কথা উঠছে।২০১৯ সালের ডিসেম্বরে চীনের যে এলাকা থেকে প্রথম করোনা ছড়ায় সেই এলাকায় চলতি বছর জানুয়ারিতে তদন্ত করতে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকেরা।
চলতি মাসের শুরুতে আবার তারা জানান, দ্বিতীয় ধাপে তদন্ত করা হবে। এই পর্যায়ে নির্দিষ্ট কিছু ল্যাবে যাওয়ার প্রস্তাব দেন তারা।মহমারী নিয়ন্ত্রণে শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রশংসা করলেও এখন তাদের সহযোগিতার হাত আরও বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে স্বচ্ছতা রাখতেও বলা হয়েছে।
কোনো নতুন ভাইরাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার উৎস জানা খুব জরুরি। তাতে প্রতিষেধক তৈরি করা সহজ হয়। কিন্তু করোনার ক্ষেত্রে উৎস সম্পর্কে এখনো শতভাগ নিশ্চিত হতে পারছেন না বিজ্ঞানীরা। অনেক দেশ অভিযোগ করছে, চীনের ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়েছে।