স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ জুলাই।। শুক্রবার সকালে চড়িলাম এলাকায় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর মোরা এলাকায় এক মাস চার দিনের শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।
ঘটনার বিবরণে জানা যায় ১৯ জুন দীর্ঘ ১০ বছর পর চড়িলাম উত্তরমুড়া এলাকার পরিমল দেবনাথের শিশু কন্যা জন্ম হয় রাজধানীর আইজিএম হাসপাতালে।
শিশু কন্যাটির নাম দেবশ্রী দেবনাথ। বেশ কিছুদিন ঠিক ঠাক চললেও শুক্রবার ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। এদিন সকালে ছোট শিশু দেবশ্রীর মা প্রতিমা দেবনাথ শিশুটিকে দুধ খাওয়ায়। কিন্তু দুধ খাওয়ার পর শিশুটি নাকি বমি করতে থাকে বলে জানায় পরিবারের লোকেরা ।
ভাগ্যের নির্মম পরিহাস মুহুর্তের মধ্যেই এক মাস চার দিনের শিশু কন্যাটি মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে। যদিও পরিমল দেবনাথের বাড়ির পাশেই এক আশা কর্মীর বাড়ি কিন্তু মৃত শিশুটির পরিবারের কেউই আশা কর্মীকে জানায়নি বিষয়টি সম্পর্কে।
পরবর্তী সময় মৃত শিশুর বাবা পরিমল দেবনাথ তার ভাইকে নিয়ে শিশুটিকে উত্তর চড়িলামের নদীর পাশে নিয়ে সৎকার করে ফেলেন। তবে অবাক করার বিষয় হচ্ছে শিশুটিকে হাসপাতালেও নেওয়া হয়নি, এমনকি ওই শিশুর মৃত্যুর ব্যাপারে পাড়া-প্রতিবেশীকেও জানানো হয়নি। সকলের আড়ালেই ওই মৃত শিশুর সৎকার করা হয়।
পরবর্তী সময় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আড়ালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মী সহ এলাকার সাধারণ লোক জড়ো হয় পরিমল দেবনাথের বাড়িতে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পরিমল দেবনাথের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি।
বরং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এখন প্রশ্ন উঠেছে আদৌ কি শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি খুন করা হয়েছে যা নিয়ে এক প্রকার রহস্যের দানা বাঁধছে।