স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ জুলাই।।
কমলাসাগর বিধানসভার বিশালগড় থানা দিন গোকুলনগর মধ্যপাড়া এলাকায় এক বয়স্ক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করে। ঘটনার বিবরণে জানা যায় গোকুলনগর মধ্যপাড়া এলাকায় কৃষ্ণ দেবনাথ বয়স আনুমানিক ৬০ বছর। অন্যান্য দিন ঘুম থেকে সকালে উঠে প্রাতঃভ্রমণ বের হয়।
কিন্তু আজ প্রাতঃভ্রমণে না গিয়ে নিজ বাড়ির ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃত কৃষ্ণ দেবনাথ এর বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন পার্শ্ববর্তী এলাকার লোকজনকে ডাকাডাকি শুরু করেন।
এলাকার লোকজন এসে বিশালগড় থানায় খবর পাঠায়। বিশালগড় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। এদিকে এলাকাবাসী জানায় উনার দুই ছেলে এবং স্ত্রী রয়েছে।
সংসারে কোন ঝামেলা নেই বললেই চলে। কিন্তু কি কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। তবে উনার স্ত্রী জানায় নিজের জায়গা ওএনজিসি কোম্পানির নিয়েছে সেই অনুযায়ী ওএনজিসি কোম্পানি থেকে জায়গার টাকা পাওয়ার কথা ছিল।
কিন্তু কোন এক কারণবশত কোম্পানি ওনার টাকা দিচ্ছিল না তাই তিনি আইনের আশ্রয় নেন। তার জন্য তিনি পরবর্তী জায়গা বিক্রি করে মামলা লড়ছেন দীর্ঘ দুই বছর ধরে। ওএনজিসি কোম্পানি থেকে বিশাল অংকের টাকা পাওয়ার কথা কিন্তু টাকা না পেয়ে উনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন।
উনার মৃত্যুর সেটি একটি কারণ হতে পারে কিন্তু কি কারনে মৃত্যু তা এখনো জানা যায়নি পুলিশ তদন্তে আসলে রহস্য বেরিয়ে আসবে। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।