স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুলাই।। কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী ও জনবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজ্যেও প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে এ আই ইউ টি ইউ সি। প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ক্ষেত্র এবং প্রতিরক্ষা শিল্প বেসরকারীকরণ এর প্রতিবাদ জানিয়ে গোটা দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো। দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানী আগরতলা শহরের কর্নেল চৌমুহনীতে এ আই টি ইউ সির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে সামিল হন সংগঠনের কর্মীরা। প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে শামিল হয় সংগঠনের রাজ্য আহ্বায়ক মলিন দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ক্ষেত্র এবং প্রতিরক্ষা শিল্পীদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের স্বার্থ ভূলুণ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। তাতে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় সংগঠনগুলি এইসব কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালানোর চেষ্টা করলে অর্ডিন্যান্স জারি করে আন্দোলন স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই আন্দোলন কোনোভবেই স্তব্ধ করা যাবে না বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।