Olympic: কয়েক ঘন্টা পরই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস

অনলাইন ডেস্ক, ২৩ জুলাই।। দীর্ঘ এক বছর বিলম্বের পর শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। মহামারীর কারণে পিছিয়ে যাওয়া এই মহাযজ্ঞ টোকিওর স্থানীয় সময় রাত আটটায় শুরু হবে। ভারতীয় সময় বিকেল চারটা ত্রিশ মিনিটে।

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইভেন্টে উপস্থিত থাকবেন। করোনার সংক্রমণ নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করলেও জাপান এবার আর আসর পেছায়নি। ইতিমধ্যে ১১০ জন কভিড-১৯ পজিটিভ হয়েছেন। এর মধ্যে বেশ কয়েক জন অলিম্পিক ভিলেজে ছিলেন। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

কোন দেশের কোন খেলোয়াড় কিংবা কর্মকর্তা আক্রান্ত হচ্ছেন, আয়োজকেরা সে বিষয়ে কিছুই জানাচ্ছেন না।

টোকিওতে করোনার সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবারও ১ হাজার ৯৭৯ জন শনাক্ত হয়েছেন। জানুয়ারির ১৫ তারিখের পর থেকে এটি সর্বোচ্চ। টোকিওর আবহাওয়া এখন ভালোই আছে। ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর একদিন আগে শো ডিরেক্টর কেন্টারো কোবায়াশিকে বরখাস্ত করা হয়েছে। তাই অনুষ্ঠান সফল করা নিয়ে চিন্তায় আছেন আয়োজকেরা।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হত্যাকাণ্ড (হলোকাস্ট) নিয়ে কৌতুক করছেন। ভিডিওটি ১৯৯০ সালের দিকে ধারণ করা।

জাপানের অলিম্পিক প্রধান সিকো হাশিমোটো এই ভিডিওকে ‘ইতিহাসের যন্ত্রণাদায়ক বাস্তবকে’ ঠাট্টায় পরিণত করার সঙ্গে তুলনা করেছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?