স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৩ জুলাই।।
খোয়াই জেলা শাসকের আদেশ মূলে মাক্স এনফোর্সমেন্ট ডে এবং রেপিড অ্যান্টিজেন টেস্ট করতে শুক্রবার তেলিয়ামুড়া হাটবারের দিনে ময়দানে তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ টি সাজ্জাদ।
যারা মাক্স পড়ছেন না তাদেরকে আর্থিক জরিমানা এবং মানুষ-জনকে সচেতন করতে শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের এই উদ্যোগ।
এদিনের এই রেপিড অ্যান্টিজেন টেস্ট এবং মাক্স এনফোর্সমেন্ট ডে তে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ টি সাজ্জাদ; তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সি.ই.ও সজল দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার পুলিশ এবং টি.এস.আর বাহিনী।
তেলিয়ামুড়া হাটবারের দিনে তেলিয়ামুড়া বাজার এলাকা থেকে বিনা মাক্সে ঘোরা ফেরা করা মোট ৬৬ জনকে ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
মোট ৫৮ জনকে রেপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ টি সাজ্জাদ জানান, যারা মাক্স পড়ছেন না তাদেরকে সচেতন করতেই আজকে প্রশাসনের এই উদ্যোগ।