স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ২৩ জুলাই।। বৃহষ্পতিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে মুখ থুবড়ে পড়ে কুমারঘাট ফটিকরায় এলাকার বিদ্যুৎ পরিষেবা।এদিন সন্ধ্যায় আচমকাই দমকা ও ঝড়ো হাওয়ায় কুমারঘাটের বেতছড়া এবং রতিয়াবাড়ীর মধ্যবর্তী এলাকায় জাতীয় সড়কের উপর পূর্বকাঞ্চনবাড়ী থেকে পেচারথলগামী ৩৩ কেভি লাইনে বিশালাকার গাছ ভেঙে পড়ে।
এতে বিদ্যুতের খুঁটি ভেঙে আসাম- আগরতলা জাতীয় সড়কে বিদ্যুৎ লাইন ছিড়ে বেশ কিছু সময় ব্যাহত হয়ে পড়ে স্বাভাবিক যান চলাচল।
মুখ থুবড়ে পড়ে ফটিকরায়, কুমারঘাট টাউন ফিডার, দারচৈ ফিডার সহ বিস্তির্ন এলাকার বিদ্যুৎ পরিষেবা। খবর পেয়ে অকুস্থলে পৌছায় নিগমের কুমারঘাট সাবডিভিশনের কর্মীরা। সাথে সাথেই বেসরকারী ঠিকেদার সংস্থাকে লাগানো হয় লাইন সারাইএর কাজে।
এবিষয়ে নিগমের কুমারঘাট সাবডিভিশনের সিনিয়র মেনেজার সুশান্ত দে জানিয়েছেন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টিতে। শুক্রবার পর্যন্তও পুরোদমে স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। এদিকে লাইন সারাইয়ে তৎপর নিগম কর্মী থেকে ঠিকেদার সংস্থা।
বেশ কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় আম জনতাকে। এদিকে প্রতিদিন গোটা মহকুমা এলাকায় পালা করে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা।
নিগমের কর্মী স্বল্পতা এবং পরিকাঠামোগত ত্রুটি থাকার ফলে সমস্যা নিরসনে কার্যত কালঘাম ছুটিয়েও তেমন সফলতা আসছেনা বলে দাবী নিগম কর্মীদের। সংশ্লিষ্ট এলাকার গ্রাহককুলকে বিদ্যুৎ যন্ত্রনা থেকে মুক্তি দিতে নিগম কোনো পদক্ষেপ নেয় কিনা এখন এটাই দেখার।