স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ জুলাই।। সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র করের উপর থেকে মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ করার দাবিতে রাজ্যপালের কাছে কৃষক সভার পক্ষ থেকে ই- মেইল বার্তা পাঠানো হয়েছে।
সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র করের বিরুদ্ধে গত ডিসেম্বর মাসে বিজেপি মন্ডলের এক কর্মী অমিত নন্দী রাজ্য ভিজিলেন্সে একটি অভিযোগ করেন যে পবিত্র করের প্রচুর বে-আইনী সম্পত্তি রয়েছে।
এর পরিপেক্ষিতে ভিজিলেন্স পবিএ করের আগরতলা ও পৈএিক বাড়িতে বেশ কয়েক ঘন্টা তদন্ত করে।এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজনীতি গরম হয়েছে।সিপিআই(এম) রাজ্য কমিটি ইতিমধ্যে শাসক দল বিজেপির বিরুদ্ধে পবিএ করের ইস্যু নিয়ে আন্দোলন কর্মসূচি হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
শুক্রবার সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে উদয়পুর সিপিআই(এম)সদর বিভাগীয় কমিটির অফিসে পবিএ করের ইস্যু নিয়ে এক সভা সাংগঠনিত করে বক্তব্য রাখেন সংগঠনের গোমতী জেলা সম্পাদক নিতাই বিশ্বাস,মহকুমা সম্পাদক নিখিল দাস ।
এই ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যপালের নিকট পবিএ করের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধ করা এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সব কয়েকটি অঞ্চল কমিটি, বিভাগীয় কমিটি এবং জেলা কমিটির পক্ষ থেকে ই- মেইল পাঠানো হয়েছে।
অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ করা না হলে কৃষক সভা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানানো হয়েছে।