CM Relief Fund: ১১লক্ষ ২৩ হাজার ৬১১টাকার চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিলেন কর্মচারীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুলাই।। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ মোহনপুর কমিটির অভিনব উদ্যোগ।ভারতীয় মজদুর সংঘের ৬৭ তম প্রতিষ্ঠাতা দিবস পালিত হয় শুক্রবার মোহনপুরে।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে মোহনপুর ঐরান চৌমুহনীস্থিত সংঘের অফিস প্রাঙ্গণে শুক্রবার সকালে ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলন ও আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা দিবসটি পালন করা হয়।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ মোহনপুর বিভাগীয় কমিটির সমস্ত সদস্যরা এতে অংশ নেন।পাশাপাশি এই দিনটিকে স্মরণ করে রাখতে শুক্রবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ মোহনপুর মহকুমা কমিটির সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বড় অংকের একটি অর্থরাশি প্রদান করল।

মোহনপুর মহকুমা এলাকায় কর্মরত সকল কর্মচারীরা সিদ্ধান্ত নিয়ে একদিনের বেতন অর্থাৎ সর্বমোট ১১লক্ষ ২৩ হাজার ৬১১টাকার চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য আগরতলাস্থিত মহাকরণে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের হাতে তুলে দেন।

শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ কর্মচারীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোহনপুর মহকুমার কর্মচারীদের এই মানবিক দান রাজ্যের অন্যান্য মহকুমা কমিটির কর্মচারীদের কেও উদ্বুদ্ধ করবে যেটা বলার অপেক্ষা রাখে না।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?