Tribal: ক্ষমাতার অদলবদল হলেও এডিসি ভিলেজের উপজাতিদের ভাগ্য সেই তিমিরেই রয়ে গিয়েছে

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২২ জুলাই।। বর্তমান এডিসি প্রশাসন ক্ষমতায় আসার আগে উপজাতিদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা গালভরা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর সেসব প্রতিশ্রুতি পালনে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে।

এডিসির ক্ষমতায় রাজনৈতিক পটপরিবর্তন হলেও দীন-দরিদ্র উপজাতি গিরিবাসীদের ভাগ্যের চাকার অদল বদল হয়নি।অথচ এডিসি এলাকার নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার প্রায় তিন মাস পরও সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে।

প্রত্যন্ত এলাকা গুলির দীন দরিদ্র উপজাতি গিরিবাসীদের ভাগ্যের চাকা ঘুরেনি।এমনই এক ঘটনা প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে কাঁকড়া ছড়া এডিসি ভিলেজে। এই ভিলেজের বাসিন্দা রতিরাম রিয়াং।

তিনি অনেকটা আক্ষেপের সুরে জানালেন , সরকার অদল বদল হলেও উনার ভাগ্যের চাকা ঘুরেনি।অথচ তিনি বিপিএল তালিকা ভুক্ত। রেশন কার্ডও বি পি এল।তিনি সরকারি ঘর ও পানীয় জলের সুব্যবস্থা পাওয়ার জন্য বারবার এডিসি প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলেন বিগত দিনে।

বর্তমানেও একই দাবি জানান প্রশাসনের কাছে।উনার দাবিগুলি স্থানীয় নেতা বাবুদের কাছেও উত্থাপন করেছেন। নেতা বাবুদের কাছ থেকে কেবল রতিরাম রিয়াং আশ্বাস পেয়েছেন।

তিনি অকপটে এও জানালেন,তিনি জুম চাষাবাদ করে সংসার চালান।কিন্তু সব সময় জুমে ধান ভালো হয় না।তখন তিনি অভাব-অনটনের মধ্য দিনাতিপাত করতে বাধ্য হন। যে পরিমাণ রেশন তা দিয়ে সংসার চলে না বলে জানান তিনি।

বর্তমান এডিসি প্রশাসনের কাছে তিনি দাবি জানিয়েছেন অবিলম্বে উপজাতিদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। উপজাতীয অংশের জনগণ বহু প্রত্যাশা তিপরা মথা দলকে ক্ষমতায় এনেছেন বলেও তিনি উল্লেখ করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?