অনলাইন ডেস্ক, ২২ জুলাই।। রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানির বিপক্ষে দাপুটে জয় পেয়েছ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। টোকিও অলিম্পিকে রোমাঞ্চকর লড়াইয়ে সেলেসাওরা ৪-২ গোলে হারিয়েছে জার্মানি অনূর্ধ্ব-২৩ দলকে।
প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ব্রাজিলের বড় জয়ের স্বপ্ন দেখান রিচার্লিসন। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে জার্মানরা।‘ডি’ গ্রুপের ম্যাচটিতে কিক-অফের পর থেকে আক্রমণ শুরু করে ব্রাজিল। গোলের সুযোগও তারা পেয়ে যায় দ্রুত। ৯ম মিনিটে গুইলেরমে আরানার পাস থেকে দলকে এগিয়ে দেন রিচার্লিসন। ২২তম দলকে ফের এগিয়ে দেন এভারটন ফরোয়ার্ড।
দুঃস্বপ্নের মধ্যে কাটাতে থাকা জার্মানির বিপক্ষে বিরতিতে যাওয়ার আগে হ্যাটট্রিক আদায় করে নেন রিচার্লিসন। ৩০তম মিনিটে ম্যাথিউস কুনহার পাস ধরে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে দলের তৃতীয় গোল করেন ২৪ বছর বয়সী তারকা।প্রথমার্ধে ব্যবধানটা আবারও বাড়িয়ে নিতে পারত ব্রাজিল। অধিনায়ক দানি আলভেসের ক্রসে হেড নেন কুনহা। বল গিয়ে লাগে ডি-বক্সের ভেতরে থাকা বেঞ্জামিন হেনরিকসের হাতে। পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু কুনহার নেওয়া স্পট-কিক ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক ফ্লোরিয়ান মুলার।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় জার্মানি। ৫৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে এক গোল শোধ করে সেই আভাস দেন নাদিয়েম আমিরি।এরপর আক্রমণের ধার বাড়ায় জার্মানরা। ৮৪তম মিনিটে ডেভিড রাউমের ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান ৩-২ করেন রাগনার অ্যাক। জমে উঠে লড়াই।
তবে শেষ হাসি থাকল ব্রাজিলিয়ানদের মুখে। ২০১৬ রি অলিম্পিকের স্বাগতিক সেলেসাওদের বিপক্ষে ফাইনালে হারার প্রতিশোধ নেওয়া হলো না জার্মানদের। নির্ধারিত সময় শেষে যোগ করা চতুর্থ মিনিটে ব্রুনো গুইলেরমের পাস থেকে গোল করে ব্রাজিলের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন পাওলিনহো।