স্টাফ রিপোর্টার, কমলপুর, ২২ জুলাই।। কমলপুর শহরে নৈশ কার্ফু চলাকালীন সময়ে আবার দুঃসাহসিক চুরির ঘটনায় শহরের ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমলপুর থানার পুলিশ সম্পূর্ণ রূপে নিস্ক্রিয় বলে অভিযোগ।
পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে চোরের দল। নৈশ কার্ফু ঘোষনার পর পুলিশ টহল না দেওয়ায় নিশিকুটুম্ভরা নানাভাবে সুযোগ পেয়ে দোকান ঘরের দরজা ভেঙ্গে একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
পুলিশ আজ পর্যন্ত কোন সন্দেহ চোর বা প্রকৃত চোরকে গ্রেফতার করতে পারেনি। পুলিশি টহল না থাকার সুযোগে কাজে লাগিয়ে নৈশ কার্ফু চলাকালীন চোরেরা নিশ্চিত ভাবে দোকানের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে দোকানের মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। এতে দোকানের মালিকের মাথায় হাত পড়েছে।
বুধবার রাতে কমলপুর শহরের পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাংক সংলগ্ন পরিতোষ মজুমদারের প্রতিষ্ঠিত মুদি দোকানে চোরেরা দরজার বেশ কয়েকটি তালা ভেঙ্গে বিভিন্ন সিগারেটের বান্ডিল, দুধের প্যাকেট সহ বিভিন্ন মূল্যবান নিত্য প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার দোকানের মালিক পরিতোষ মজুমদার দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা গুলি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। পরে দোকানে প্রবেশ করে দেখেন দোকানের বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। দোকানের মালিক পরিতোষ পরিতোষ মজুমদারের অনুমান প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী চোরেরা চুরি করে নিয়ে যায়।
তাছাড়া, একই দিনে পার্শ্ববর্তী পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় উওম বসুর বাড়িতে এক ভাড়াটিয়ার ঘরে চোরেরা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আলমারি ভেঙ্গে বেশ কিছু জিনিষ পত্র চুরি করে নিয়ে যায়। ভাড়াটিয়া এদিন রাতে ঘরে ছিলেন না।
এই চুরি গুলির ঘটনায় কমলপুর শহর ও শহরতলী এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
কমলপুর শহরে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা জোরালো দাবি জানিয়েছেন।