Party Change: চেবরিতে সিপিআইএম ও বিভিন্ন দল ছেড়ে শাসক গেরুয়া শিবিরে বহু ভোটার সামিল হল

স্টাফ রিপোর্টার, কল্যানপুর, ২২ জুলাই।। শাসক বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাওয়াতে বিভিন্ন দল ছেড়ে ২৭ কল্যানপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে বিরোধীরা ক্রমাণ্বয়ে ভাঙ্গনে শাসকদল ধীরে ধীরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে। চেবরি এলাকায় সি পি আই এম বিভিন্ন দল ছেড়ে শাসক গেরুয়া শিবিরে।

চেবরীতে ৪ নং বুথ কমিটির আহবানে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। খোয়াই জেলার সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস এর হাত ধরে এই উঠান সভার মাধ্যমে ১৬ পরিবারের ৪৫ জন ভোটার বিরোধী শিবির ছেড়ে শাসক শিবিরে সামিল হয়।

নবাগতদের বিজেপি দলের পতাকা দিয়ে দলের মূলস্রোতে বরণ করে নেন বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

এই দলত্যাগ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন,” দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে রাজ্য তথা দেশে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞে সামিল হওয়ায় নবাগতদের স্বাগত”।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে সকলকে নিয়ে আগামী দিনে গোটা কল্যাণপুরে বিজেপির সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে।

উল্লেখ্য ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের চেবরি অঞ্চল একসময় সি পি আই এম এর ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে ক্রমে ক্রমে এই এলাকায় সি পি আই এম সহ বিরোধীরা প্রায় নিশ্চিহ্ন হবার পথে । এই নৈশকালীন উঠান সভায় দলীয় ভাল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি পরিলক্ষিত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?