স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জুলাই।। বিজেপির রাজ্য সদর কার্যালয়ে বৃহস্পতিবার বিজেপি মহিলা মোর্চার প্রদেশ কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যকারণ এই বৈঠকের আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা।
বিজেপি মহিলা মোর্চার প্রদেশ কার্যকারণে বৈঠক বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। করোনা বিধি মেনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মহিলানেতৃবৃন্দ।
বিজেপির মহিলা কার্যকারণী বৈঠক সম্পর্কে বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন, সাংগঠনিক রীতিনীতি অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর রাজ্য ভিত্তিক কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য ভিত্তিক কার্যকারণী বৈঠকের পর হয় জেলা ভিত্তিক কার্যকারণী বৈঠক।
জেলাভিত্তিক বৈঠকের পর হয় মন্ডল ভিত্তিক কার্যকারণী বৈঠক। এছাড়া সাতটি মোর্চার কার্যকারণী এই বৈঠকও অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার বিজেপি’র সদর কার্যালয়ে বিজেপি মহিলা কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন, তিন মাস পর পর এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিগত তিন মাসে গৃহীত রাজনৈতিক অর্থনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি কতটা বাস্তবায়িত হয়েছে সেগুলি পর্যালোচনা করা হয়।
এছাড়া কার্যকারণী বৈঠক থেকে পরবর্তী তিন মাসের জন্য সাংগঠনিক রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়।
বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা মহিলা মোর্চার কার্যকারণী বৈঠকের সাফল্য কামনা করেছেন।