স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। বুধবার দুপুরে আগরতলা পোস্ট চৌমুহনিস্থিত হেড পোস্ট অফিসের সম্মুখে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার নেতৃত্বরা চিঠি পোস্ট করেন৷
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা সহ প্রদেশ কমিটির অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তাবৃন্দ৷ মোদি সরকারে নারী শক্তি পেয়েছে সম্মান, মহিলা মন্ত্রীদের বেড়েছে যোগদান-ত্রিপুরা নারী শক্তি পেয়েছে সম্মান-এই বার্তা নিয়ে এদিনের কর্মসূচির আয়োজন করা হয়৷
এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা বলেন, এবারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নারী শক্তিকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী ১১জন মহিলাকে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন৷
তাদের হাতে তুলে দিয়েছেন দায়িত্ব৷ নারী শক্তিকে প্রাধান্য দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্য থেকে এতদিন কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাননি৷ যারা পেয়েছিল তারা রাজ্যের বাইরের ছিল৷
ত্রিপুরার সন্তান হিসাবে প্রথমবার নারী শক্তির প্রতিনিধি হিসাবে সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য বিশেষভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে মহিলা মোর্চা৷ একই সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিককেও শুভেচ্ছা জানান তারা৷
এদিন রাজ্যের জেলা ও মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্দেশে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরণ করা হয় বলে জানান তিনি৷