Letter to PM : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার নেতৃত্বরা চিঠি পোস্ট করেন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। বুধবার দুপুরে আগরতলা পোস্ট চৌমুহনিস্থিত হেড পোস্ট অফিসের সম্মুখে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার নেতৃত্বরা চিঠি পোস্ট করেন৷

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা সহ প্রদেশ কমিটির অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তাবৃন্দ৷ মোদি সরকারে নারী শক্তি পেয়েছে সম্মান, মহিলা মন্ত্রীদের বেড়েছে যোগদান-ত্রিপুরা নারী শক্তি পেয়েছে সম্মান-এই বার্তা নিয়ে এদিনের কর্মসূচির আয়োজন করা হয়৷

এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা বলেন, এবারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নারী শক্তিকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী ১১জন মহিলাকে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন৷

তাদের হাতে তুলে দিয়েছেন দায়িত্ব৷ নারী শক্তিকে প্রাধান্য দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্য থেকে এতদিন কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাননি৷ যারা পেয়েছিল তারা রাজ্যের বাইরের ছিল৷

ত্রিপুরার সন্তান হিসাবে প্রথমবার নারী শক্তির প্রতিনিধি হিসাবে সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য বিশেষভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে মহিলা মোর্চা৷ একই সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিককেও শুভেচ্ছা জানান তারা৷

এদিন রাজ্যের জেলা ও মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্দেশে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরণ করা হয় বলে জানান তিনি৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?