Gadar Movie: ‘গাদার: এক প্রেম কথা টু’ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনিল শর্মা

অনলাইন ডেস্ক, ২২ জুলাই।। অনিল শর্মা পরিচালিত ‘গাদার: এক প্রেম কথা’ মুক্তি পেয়েছিলো ২০০১ সালে। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর অসাধারণ প্রেমেরে গল্প তুলে ধরা হয়েছিলো ছবিটিতে।

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছবিগুলোর মধ্যে আজও শীর্ষ স্থানটি দখল করে রেখেছে সানি দেওল ও আমিশা পাটেল জুটির অভিনীত ছবিটি।

চমকপ্রদ তথ্য হলো- ‘গাদার: এক প্রেম কথা’র সাফল্যের কথা মাথায় রেখে ২০ বছর পর এর দ্বিতীয় কিস্তি ‘গাদার: এক প্রেম কথা টু’ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনিল শর্মা।

আগের কিস্তির মতো এবারও ছবিটিতে পাওয়া যাবে সানি দেওল ও আমিশা পাটেল জুটিকে। সব ঠিক থাকলে এর মধ্য দিয়ে ২০ বছর পর রূপালি পর্দায় একসঙ্গে ধরা দেবেন তারা। থাকবেন উৎকর্ষ শর্মাও।

জানা গেছে- প্রথম ছবির সিক্যুয়াল হবে এর গল্প। যেখানে তারা সিং (সানি দেওল) আবার যাবেন পাকিস্তানে। ছেলে চরণজিৎ সিং-কে ফিরিয়ে আনার গল্প উঠে আসবে এই ছবিতে। বাবা-ছেলের গল্প বলবে ‘গাদার: এক প্রেম কথা টু’।

নতুন ছবিটি প্রসঙ্গে নির্মাতা জানান, ছবির চিত্রনাট্যকার এবং লেখকদের সঙ্গে মিটিং করেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে জি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?