স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২২ জুলাই।। রাজ্যের দিনের পর দিন বিভিন্ন ঘটনা ঘটেই যাচ্ছে। তবে বেশ কিছুদিন ধরে বিদ্যুতের ছোবলে প্রাণহানি হচ্ছে সাধারন মানুষ। বৃহস্পতিবার অল্পেতে রক্ষা পেলো চড়িলাম বিধানসভার ছেচড়িমোইল গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙ্গা এলাকা।
ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকালে থালা ভাঙ্গা এলাকার মানুষ যে যার মতো নিজেদের কাজে ব্যাস্ত ছিল। ঠিক সেই সময় ওই এলাকা দিয়া ডুম্বুরে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তারের উপর এলাকার একটি রাবার বাগানের গাছ হঠাৎ ভেঙে পড়ে।
তখন গ্রামের লোকেরা তা দেখতে পেরে প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে জানান বৃহস্পতিবার যে কোনো সময় বড় সর দুর্ঘটনা ঘটতে পারতো।
এমনকি এলাকার বাচ্চারা এই জায়গায় খেলা করছিল যদি ঐ বিদ্যুৎ পরিবাহী তার তাদের গায়ে ছিড়ে পড়তো, তাহলে এর দায় কে নিতো? গ্রামবাসীরা আরো জানায় মূলত বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে প্রায় তিন ঘন্টা পর ডুম্বুর লাইনের কর্তৃপক্ষরা এসে গোটা গ্রামকে রক্ষা করে। অন্যদিকে বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।