স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। বুধবার শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়েই পালিত হল ইদ উৎসব৷ করোনার বিধিনিষেধ মেনে ধর্মপ্রাণ মুসলিমরা এদিন সকালে মসজিদ এবং ইদগাহগুলিতে ইদের নামাজ আদায় করেন৷
রাজ্যে ইদের মূল নামাজ হয় আগরতলা গেদু মিয়া মসজিদে৷ মসজিদের ভেতর সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণরা নামাজ আদায় করেন৷
নামাজ পাঠ করান কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান৷ নামাজের শেষপর্বে মোনাজাত তুলে গোটা পৃথিবীতে করোনার প্রভাব থেকে মুক্ত করতে আল্লাহর কাছে দোয়া করা হয়৷ নামাজ শেষে ধর্মপ্রাণদের বাড়িঘরে অনুষ্ঠিত হয় ইদের পশু কুরবানি পর্ব৷
পরে কুরবানির পশুর মাংস সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষদের মধ্যে বিলি করে দেন উচ্চবিত্তের লোকজন৷ ইদ উপলক্ষ্যে সমাজের সব অংশের লোকজন বাড়িতে মাংস খেতে পারেন৷
ইদকে কেন্দ্র করে এদিন তেলিয়ামুড়া চাকমাঘাটে বিক্ষিপ্ত একটি ঘটনা ঘটলেও পরে পুলিশ এবং স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতায় দ্রুত নিষ্পত্তি হয় এবং শান্তিপূর্ণভাবে ইদ হয়৷
ইদের দিনে সকালে ধর্মীয় পর্ব শেষ করে সংখ্যালঘু অংশের লোকজন করোনা কারফিউ মেনে যার যার বাড়িঘরে আবদ্ধ হয়ে পড়েন৷ তবে ইদকে কেন্দ্র করে এদিন রাজধানীর মিশ্র বসতি এলাকা রাজ্যের সর্বত্র সংখ্যালঘু অধ্যুষিত এবং মিশ্র বসতি এলাকাগুলোতে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল৷