স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। করোনা কারফিউর মধ্যেও শহরে মানুষের দৌড়ঝাঁপ চলছে৷ নির্বিকার প্রশাসন৷ শহরের পুলিশ টহলদারি করলেও পথচারীদের যাতায়াতের বিষয়ে করোনা রকম চেকিং করছে না৷ অসচেতন মানুষ বাড়ি থেকে বেরিয়ে রস্তায় প্রতিদিন সন্ধ্যায় অলিগলি রেস্টুরেন্টগুলিতে ভিড় জমাচ্ছে৷
পুলিশ প্রশাসনের তেমন কোন পদক্ষেপ নেই৷ এবং সেসব পথচারীদের কাছ থেকে জানতে চাইছে না তারা কারফিউ আইন লঙ্ঘন করে কোথায় যাতায়তে করছে৷ আর ঊধর্বমুখী হচ্ছে সংক্রমণ৷
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত আরো ৪৫৭ জন৷ মৃত্যু হয়েছে ১ জনের৷ নমুনা পরিক্ষা হয়, ১০,১৭৯ জনের৷ পশ্চিম জেলায় সংক্রমিত ১২১ জ, গোমতী জেলায় সংক্রমিত ৭১ জন, খোয়াই জেলায় সংক্রমিত ২৬ জন।
সিপাহীজলা জেলায় সংক্রমিত ২৭ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৫ জন, উত্তর জেলায় সংক্রমিত ৪১ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ৬৮ জন এবং দক্ষিণ জেলায় সংক্রমিত ৬৮ জন৷ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪,০৮৫ জন৷ সুস্থ হয় ২৫৯ জন৷
সুস্থতার হার ৯৩.৫৬ শতাংশ৷ পজিটিভিটির হার ৪.৪৯ শতাংশ৷ মৃত্যুর হার ০.৯৭ শতাংশ৷