স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২২ জুলাই।। ভারতীয় জনতা পার্টি মন্ডল কার্য্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় ২৮ তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটা থেকে তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে।
এদিনের অনুষ্ঠানে দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ২৮ তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর।
তাছাড়া এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়; বিজেপি খোয়াই জেলা সভাপতি এটা ২৭ কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী; বিজেপি খোয়াই জেলা কমিটির সহ-সভাপতি আশীষ দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা।
এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় জানান, আগামী দিনে দলের সাংগঠনিক কর্মসূচি কি হবে, আগামী দিনের সংগঠন কে কিভাবে মজবুত করা যায় তার লক্ষ্য স্থির করার জন্যই এই কার্য্য কারিনী বৈঠক।
তাছাড়া বিধায়িকা আরো বলেন, সরকার প্রতিষ্ঠা করাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য নয়। ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য হলো মানুষের কাজ কিভাবে করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করা।
তাছাড়া দলের যে স্লোগান রয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সকলের বিশ্বাস অর্জন করে কিভাবে সকলকে বিশ্বাসের শামিল করে একটা সুন্দর ত্রিপুরা গড়া যায় তা ভারতীয় জনতা পার্টির কার্য-কর্তাদের লক্ষ্য।