অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। প্রাক-অলিম্পিক প্রশিক্ষণ ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া উগান্ডার ভারোত্তোলককে জাপানে খুঁজে পাওয়া গেছে।
টোকিও অলিম্পিকে অংশ নিতে জাপান সফরে থাকা জুলিয়াস সেকেইটোলেকো নামের ওই ভারোত্তোলক শুক্রবার নিখোঁজ হন।
একই দিনে উগান্ডা অলিম্পিক কমিটি (ইউওসি) জানায়, জুলিয়াস সেকেইটোলেকো ওসাকার ইজুমিসানোর অনুশীলন ক্যাম্প থেকে নিখোঁজ হন। কোথাও তার হদিস পাওয়া যাচ্ছিল না।
অনুশীলন ক্যাম্পে থাকা হোটেল থেকে পালিয়েছিলেন তিনি। পরে সেকেইটোলেকোর সন্ধান পাওয়ার পর ইউওসি’র মহাসচিব বিয়েট্রাইস আইকোরু নিশ্চিত করেন, তাকে (সেকেইটোলেকো) এক ছোট ভিডিওতে দেখা যায়। তবে ওই ভারোত্তোলককে উদ্ধারের পুরো বিবরণ দেননি তিনি।
‘তার অবস্থান জানা গেছে এবং (অনির্দিষ্ট) কর্তৃপক্ষে সঙ্গে ইজুমিসানোর অফিসে রয়েছেন’ যোগ করেন বিয়েট্রাইস আইকোরু।
তিনি আরও বলেন, ‘সে যাতে নিরাপদে উগান্ডায় যেতে পারে তার জন্য টোকিওতে আমরা একত্রে আমাদের দূতাবাসের সঙ্গে কাজ করছি। ’