Trinamool Congress : ত্রিপুরার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের শহীদান দিবস পালিত টানটান উত্তেজনায়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। রাজ্যেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মূল অনুষ্ঠান হয় রাজধানী আগরতলা শহরে রবীন্দ্র ভবনের সামনে। এখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটি এর সূচনা করা হয়। ১৯৯৩ সালের ২১ জুলাই পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ১৩ জন তৃণমূল কর্মী।

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে ২১ শে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের গন পেরিয়ে দেশের অন্যান্য রাজ্যেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন শহীদ দিবস পালন করা হয়। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করেন। শহীদ দিবস উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ বেদীতে দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থক রা পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন।আগরতলা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালনের খবর মিলেছে। বুধবার ২১ জুলাই কমলপুর ও সুরমা বিধানসভা কেন্দ্রের যৌথ উদ্যোগে বামনছড়াতে তৃনমূল কংগ্রেস অমর শহীদ দিবস স্মরন নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

বুধবার ধলাই জেলার কমলপুরের বামনছড়া এলাকায় বামনছড়াতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রথমে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ‌যৌথ ভাবে দলীয় পতাকা উত্তোলন করেন তৃনমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি হাসান চৌধুরী, তৃনমূল কংগ্রেসের ধলাই জেলা কমিটির সহ সভাপতি দীপক দাস।

তাছাড়া উপস্থিত ছিলেন সুরমা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রানেশ দেববর্মা, তৃনমূল কংগ্রেসের তপশীলি জাতি সংগঠনের সভাপতি অর্জুন সরকার প্রমুখ। নেতৃত্বরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। এবিষয়ে ধলাই জেলার তৃনমূল কংগ্রেসের সম্পাদক ব্রজ গোপাল ধর বক্তব্যে বলেন, সারা দেশেই এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ সভা পালন করা হচ্ছে।

এর অংশ হিসেবেই ধলাই জেলায় শহীদ স্মরণ সভার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ওপরও নেতৃবৃন্দ গুরুত্ব আরোপ করেছেন শহীদ স্মরণ সভা কে কেন্দ্র করে ধলাই জেলা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়।

করুণা বিধি মেনে এদিন যাবতীয় অনুষ্ঠান পরিচালনা করা হয়। আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করার জন্য সকল অংশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বুধবার আমবাসা বাজারে ধলাই জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস পালিত হয়। শহীদ দিবসকে কেন্দ্র করে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। ১৯৯৩ সালের ২১ জুলাই পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ১৩ জন তৃণমূল কর্মী।

তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে দলের পক্ষ থেকে। তৃণমূল কর্মী সমর্থকদের বক্তব্য ত্রিপুরাতেও এই দিনটিকে প্রাধান্য দিয়ে পশ্চিমবঙ্গের ন্যায় একুশে জুলাই ত্রিপুরাতেও শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে ।এরই অংঙ্গ হিসেবে বুধবার আমবাসা বাজারে স্মরণ সভা করা হয়। পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদান দিবস পালিত হয়।

এই শহিদান দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রতন শর্মা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ঘোষ, , ধলাই জেলা যুব কমিটির সভাপতি উত্তম কলই প্রমূখ। এদিন দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
ধলাই জেলার অন্যান্য স্থানেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?