T20 Cricket : তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতল ইংল্যান্ড।

ম্যানচেস্টারে শুরুতে ব্যাট হাতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে পাকিস্তান। ৭৬* রানের হার না মানা ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান।ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন আদিল রশিদ। একটি উইকেট যায় মঈন আলী।

ওপেনার জেসন রয়ের ফিফটিতে ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৫৫ রানের স্কোর ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ৬৪ রানের দাপুটে এক ইনিংস খেলেন ম্যাচসেরা হয়েছেন জেসন। তবে সিরিজসেরা লিয়াম লিভিংস্টোন এ ম্যাচে করেন মাত্র ৬ রান। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ হাফিজ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?