T20 Cricket : টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করলেও ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করলেও ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি আইনে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়েছে অজিরা।

এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্রিজটাউনে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে সফরকারীরা অস্ট্রেলিয়া। অ্যালেক্স কেরি ৬৭, অ্যাশটন টার্নার ৪৯ ও জশ ফিলিপ ৩৯ যোগ করেন দলীয় স্কোরে।

হেডেন ওয়ালশ একাই শিকার করেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নেন আকিল হোসেন ও আলজারি জোসেফ।

ক্যাপ্টেন কিয়েরন পোলার্ড ফিফটি হাঁকালেও ২৬.২ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। পোলার্ড ফেরেন ৫৬ রানের ইনিংস খেলে।ম্যাচসেরা মিচেল স্টার্ক শিকার করেন পাঁচ উইকেট। তিনটি উইকেট নেন জশ হ্যাজলউড।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?