Road Blocked : পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় উদয়পুরে সড়ক অবরোধ ভুক্তভোগীদের

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২০ জুলাই।। দীর্ঘ বাম বঞ্চনার পর রাম আমলেও একই রকম যাতায়াত ও পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় উদয়পুর-অমরপুর রাজ্য সড়ক অবরোধ করলো প্রমীলা বাহিনী ।

দীর্ঘ বছর যাতায়াতের এক মাত্র রাস্তার বেহাল দশা পরিবর্তনের কোন লক্ষণ না দেখে উদয়পুর মহকুমা ৩১মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কুন্জবন গ্রাম পঞ্চায়েতর ৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা আজ উদয়পুর-অমরপুর রাজ্য সড়ক অবরোধ করেন ।

প্রতিদিন একটা না একটা অঘটন লেগেই আছে । বিপত্তি দেখা দেয় আজ সকালে স্থানীয় এক বাইক চালক নিজের বাইক নিয়ে এই রাস্তা দিয়ে চলাচলের সময় পুকুরে পরে অল্পেতে প্রাণে বেঁচে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে।

এই দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কুন্জবন পঞ্চায়েতর পাঁচ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কার ও পানীয় জলে, দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বসেন । দাবি তোলা হয় অবিলম্বে পানীয় জলের ব্যাবস্থা করতে হবে ,তা না হলে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হয় বলে হুঁশিয়ারি দেন আন্দোলন কারীরা ।

এখানে উল্লেখ থাকে যে ,স্থানীয় বিধায়ককে বারবার জানিয়েও গ্রামের একমাত্র চলাচলের পথকে দীর্ঘ দিন ধরে আজ সারাই করে দিচ্ছি, বলেও কোন ফল না পাওয়ায় এই পথ অবরোধ ।পরবর্তীতে স্থানীয় মাত্বব্বড়েরা রাস্তা মেরামত করে দেবে বলে আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয় ।

এই রাস্তা অবরোধ করার ফলে অমরপুর-উদয়পুর সড়কের দুই দিকে প্রচন্ড ভীড় জমে যায় ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?