অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। রেকর্ড ভাঙা বৃষ্টিতে চীনের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি শহর তলিয়ে গেছে। এখন পর্যন্ত ১ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হলেও মারা গেছেন ১২ জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বুকসমান পানি পার হয়ে সাধারণ মানুষ নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন। রাস্তাঘাট, ট্রেন স্টেশন সব পানির নিচে চলে গেছে।
শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৬১৭ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যাকে আবহাওয়াবিদরা এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে অভিহিত করেছেন।এ পরিমাণ বৃষ্টি ওই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত ৬৪০ দশমিক আট মিলিমিটারের প্রায় সমান।
বুধবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পরিস্থিতি নিয়ে দেওয়া এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘কিছু নদীর পানি পর্যবেক্ষণ সীমা অতিক্রম করেছে, কিছু বাঁধ ভেঙে গেছে, এতে বহু হতাহত ও সম্পদহানি হয়েছে। পাশাপাশি কিছু রেলওয়ে পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং ফ্লাইট বাতিল হয়েছে।’বন্যা প্রতিরোধের চেষ্টা ‘অত্যন্ত কঠিন হয়ে পড়েছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।