স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জুলাই।। উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ইশ্বর । তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।
এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা ।
করোনা পরিস্থিতিতে রাজ্যে ঘটা করে রথযাত্রা পালন করা না হলেও পুরো নিষ্ঠা ও ভক্তিভরে সল্প আয়োজনে উল্টো রথ উৎসব করা হয়েছে।
আগরতলায় ইসকন এর উদ্যোগে উল্টো রথ নিয়ম অনুযায়ী করা হয়েছে। কিছু সংখ্যায় ভক্তবৃন্দ এদিন উপস্থিত ছিলেন।