স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২১ জুলাই।। বিজেপির ওবিসি মোর্চার তরফ থেকে বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে তেলিয়ামুড়া ধন্যবাদ সূচক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে স্থান দেওয়ায় দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তেলিয়ামুড়ায় ওবিসি মোর্চার তরফ থেকে ধন্যবাদ সূচক কর্মসূচি সংগঠিত করা হয়।
রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, সহ ২৮ তেলিয়ামুড়া মন্ডলের কর্মী সমর্থকরা বুধবার তেলিয়ামুড়াস্থিত আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন।এদিন ধন্যবাদ সূচক কার্যক্রম অনুষ্ঠিত করে ২৮ তেলিয়ামুড়া বিজেপি মন্ডল এর কর্মী সমর্থকরা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এই কার্যক্রম সূচক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, তেলিয়ামুড়া মন্ডলের ওবিসি মোর্চার সভাপতি বিধান চৌধুরী সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা।
https://www.facebook.com/118393423277125/posts/344145844035214/
কর্মসূচিতে অংশ নিয়ে এ ব্যাপারে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী রায় বলেন, আমাদের রাজ্য ছোট হলেও বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্যকে ছোট করে দেখেনি। ত্রিপুরার মত ক্ষুদ্র পার্বত্য রাজ্য থেকে সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশের ২৭ জন মহিলাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার ঘটনা নজিরবিহীন বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের কল্যাণে যেভাবে কাজ করে চলেছে তা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে তেলিয়ামুড়া ধন্যবাদ সূচক কর্মসূচিতে ব্যাপক সংখ্যক দলীয় নেতা-কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। তবে করুণা বিধিকে মান্যতা দেওয়ার জন্য বড় ধরনের কোনো রেলি বা সমাবেশ করা হয়নি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।