অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। টোকিও অলিম্পিকে অংশ নিতে ২৩ জন সাঁতারু নিয়ে জাপানে পা রেখেছিল পোল্যান্ড।
কিন্তু ওয়ার্টার স্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা ফিনা’র বাছাইয়ের নিয়ম মেনে ছয়জন সাঁতারুকে বাদ দিতে হয়েছে। কেননা ১৭ জনের বেশি সাঁতারু অলিম্পিকে অংশ নিতে পারবেন না।
বাদ পড়া ছয় সাঁতারুকে দেশে ফেরত পাঠিয়েছে পোল্যান্ড। অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় যারপরনাই ক্ষুব্ধ ওই সাঁতারুরা। কর্তৃপক্ষের ভুলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনায় কষ্টটা আরও বেড়ে গেছে তাদের।