অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। ২০৩২ অলিম্পিক আসর বসবে অস্ট্রেলিয়ার শহর ব্রিসবেনে। এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।আয়োজকের ব্যাপারে জাপানের রাজধানী টোকিওতে এক ভোটগ্রহণ শেষে বুধবার আইওসি সভাপতি থমাস বাখ বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানাচ্ছে, ৩৫তম অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।’
অস্ট্রেলিয়ার সর্বশেষ অলিম্পিক আসর বসেছিল ২০০০ সালে, সিডনিতে। আইওসির এই সিদ্ধান্তে ৩২ বছর পর তৃতীয়বারের মতো দেশটিতে হবে এই ক্রীড়াযজ্ঞ। এর আগে ১৯৫৬ সালে মেলবোর্নে বসেছিল অলিম্পিক আসর।যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে তিনটি ভিন্ন শহরে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
জাপানের টোকিওতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক। গত বছর হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে এই আসর এক বছর পিছিয়ে দেওয়া হয়।২০২৪ অলিম্পিক হবে ফ্রান্সের প্যারিসে। ২০২৮ অলিম্পিকের আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।