Deputation : উচ্চশিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ত্রিপুরা নেট, স্লেট, পিএইচডি ফোরামের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জুলাই।। ত্রিপুরা নেট, স্লেট, পি এইচ ডি ফোরাম শিক্ষাভবনে গিয়ে উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মার কাছে ডেপুটেশন প্রদান করেছে। রাজ্যের কলেজ গুলিতে ফ্যাকাল্টির স্বল্পতা আছে। তাই অতিদ্রুত কলেজ গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসার নিয়োগের দাবী করেছে ফোরাম।

আগেও ৫ বার একই দাবী জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়া হয়েছে। এরপর সরকার কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করে।

কিন্তু দীর্ঘ দিন ধরে পড়ে থাকা ২২১ টি পদের মধ্যে ৪০ থেকে ৫০ টি পদ পূরণ করে কলেজগুলি চালানো কোন ভাবেই সম্ভব নয়। ইউ জি সি-র নিয়ম না মেনে অস্থায়ী লোক দিয়ে কলেজ গুলিতে পঠন পাঠন চালানো হচ্ছে।

এই অবস্থায় দ্রুত পুরনো পদ গুলি পূরণ ও নতুন পদ সৃষ্টি করার দাবি জানানো হয় ত্রিপুরা নেট, স্লেট, পি এইচ ডি ফোরামের পক্ষ থেকে। ৬৬১ টি পদ ২০০১ সালে সৃষ্টি করা হয়েছিল। এর মধ্যে কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ থেকে ২২ টা হয়েছে। কিন্তু নতুন পদ সৃষ্টি করা হয়নি।

এই ক্ষেত্রে দাবি জানানো হয় অবিলম্বে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসার পদে নতুন পদ সৃষ্টি করতে হবে। পি আর টি সি বাধ্যতা মূলক করার দাবি জানান তারা।

দীর্ঘ দিন চাকুরী না হওয়ার ফলে বহু নেট, স্লেট, পি এইচ ডি হোল্ডারের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। অন্য রাজ্যগুলি এই ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দিলে রাজ্যে কেন সম্ভব নয় তা নিয়ে প্রশ্ন তোলেন ফোরামের সভাপতি ডঃ প্রণয় দেব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?