স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২১ জুলাই।।
বিশ্রামগঞ্জের চ্যাটার্জি কলোনি এলাকায় বিপদজনক অবস্থায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও খুঁটি। এ বিষয়ে হেলদোল নেই প্রশাসনের। যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটে গেলে বিদ্যুৎ নিগমকেই দায়ী থাকতে হবে।
সিপাহী জলা জেলার বিশ্রামগঞ্জ এর চ্যাটার্জী কলোনি এলাকায় দীর্ঘদিন ধরেই বিপদজনক অবস্থায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও খুঁটি । বিষয়টি নিয়ে চিন্তিত এলাকার নাগরিকরা।
তাদের আশঙ্কা এই বিপজ্জনক বৈদ্যুতিক ট্রান্সফরমার ও খুঁটি যেকোনো সময় ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চ্যাটার্জি কলোনি এলাকায়। এই পাড়াতে দুইটি বৈদ্যুতিক লাইন রয়েছে। ৫০ মিটার দূরত্বে রয়েছে দুইটি বেহাল ট্রান্সফর্মার এবং একটি বৈদ্যুতিক খুঁটি।
বৈদ্যুতিক খুঁটিটি একেবারে রাস্তার সঙ্গে কাত হয়ে রয়েছে। যেকোনো সময় পড়ে যেতে পারে। বাধ্য হয়ে এলাকাবাসী আনোয়ার হোসেন জি আই তার দিয়ে কাত হয়ে থাকা বৈদ্যুতিক খুঁটিটিকে নিজের বসতঘরের বারান্দার কাঠের পালা এবং ঘরের তীরের সঙ্গে টানা দিয়ে বেঁধে রেখেছেন। বহুবার বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগম অফিসে জানিয়েছেন। দুই তিনবার দরখাস্ত জমা দিয়েছেন।
বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিস থেকে এসে দেখেও গিয়েছেন দায়িত্বপ্রাপ্ত লোকজন। কিন্তু আজ পর্যন্ত ঠিক করেননি। এই রাস্তাটি দিয়ে প্রচুর গাড়ি চলাফেরা করে ।শত শত মানুষ আসা-যাওয়া করে। বিকেল বেলায় পাড়ার শিশুরা এই স্থানে খেলাধূলা করে। এই পাড়ায় দুটি ট্রান্সফরমারের অবস্থা বড়ই বেহাল। ট্রান্সফরমারটি মাটি থেকে একটু উপরে রয়েছে। ট্রান্সফরমারের ভেতরের তার গুলি সব বের হয়ে রয়েছে। তার গুলো ঝুলে রয়েছে।
এই ট্রান্সফরমারের নিচে দিয়ে গরু ছাগল মানুষ যাতায়াত করে। বিকেল বেলা হলে এই ট্রান্সফরমারের সামনে চেয়ার পেতে বসে পাহারা দেয় এলাকাবাসী। কারণ বিকেলবেলা শিশুরা খেলাধূলা করে এই স্থানে। অনেক সময় বল গিয়ে পড়ে ট্রান্সফরমারের কাছে। শিশুরা অবুজ ।
বোঝেনা কিছু। বিদ্যুৎ কি জিনিস সে সম্পর্কে অবুঝ শিশুদের অনেকেরই কোন ধারণা নেই। যদি কোন কারণে বিদ্যুতের ধরে ফেলে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। প্রাণহানি ঘটে যাওয়াও অসম্ভব নয়।তাই বড়রা পাহারা দিতে হয় বিকেল বেলা।
এই পাড়ার বিদ্যুৎ গ্রাহকদের বক্তব্য আমরা প্রতি মাসে মাসে বিল দিচ্ছি ,অথচ সঠিক পরিষেবা পাচ্ছি না। মাসে মাসে বিল করছে, বিল দেওয়া হচ্ছে। অথচ পরিষেবা নেই। আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া জীবন যাপন করায় যেন বৃথা। এরপরেও বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগম খুঁটিটি বদলায় না এবং বেহাল ট্রান্সফর্মার ঠিক করে না।
যেকোনো সময় এই বেহাল ট্রান্সফর্মার এবং কাত হওয়া বৈদ্যুতিক খুঁটি বিপদ ডেকে আনতে পারে এই গ্রামের মানুষদের জন্য। গ্রামের নাগরিকরা চাইছে অতি দ্রুত যেন বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগম অফিস বেহাল ট্রান্সফর্মার দুটি সারাই করে দেয় এবং কাত হওয়া খুঁটিটি পাল্টে নতুন খুটি বসিয়ে দেয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকাবাসী আন্দোলনে শমিল হবেন বলে ইঙ্গিত দিয়েছেন। এখন দেখার বিষয় বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা।