স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জুলাই।। জোট সরকারের আমলে রাজ্যের বেকার যুবক যুবতীরা বিপাকে আছে। শূন্যপদ পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে সরকার কথা রাখছে না। তাই বামপন্থী যুব সংগঠনগুলি বর্তমান সরকারের ভূমিকা নিয়ে যুবক-যুবতীদের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে।
ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন রাজ্যে গত দু’বছরে কোনরকম টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতির অজুহাত দিয়ে রাজ্য সরকার সরকারি চাকরির পরীক্ষা গ্রহণ করছে না। কিন্তু সরকার কুম্ভ মেলা, স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন করছে।
এতে করে শিক্ষক এবং অশিক্ষক পদে শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে। সরকারি দপ্তরগুলিতে পরিকাঠামো পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। তিন বছরে রাজ্যে ১২ হাজার ৩৩৬ জন শিক্ষক এবং অশিক্ষক পদ থেকে অবসর নিয়েছেন।
পাশাপাশি চাকরিচ্যুত হয়েছেন ১০,৩২৩ জন শিক্ষক। কিন্তু সরকার এই তিন বছরে মাত্র নিয়োগ করেছে ৩ হাজার শূন্যপদ। আর এইগুলি টেট পরিক্ষার মাধ্যমে শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে।বর্তমানে সর্বমোট শূন্যপদ আছে ২৩ হাজার ১৫৯ টি।
সরকার শূন্যপদ গুলি পূরণ করার কোন সিদ্ধান্ত গ্রহণ করছে না। বরং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী শূন্যপদ নিয়ে বেকার যুবক যুবতীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন বলে অভিযোগ নবারুণ দেবের।