স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুলাই৷। করোনা ভাইরাসের সংক্রমণ আবহে রাজধানী আগরতলা শহরের শিববাড়িতে শ্রাবণ মাসের পুজোতে ভক্তদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷
কথিত আছে শ্রাবণ মাসে শিবের আবির্ভাব দিবস৷ সে কারণেই শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের বিশেষ পূজার্চনা হয়৷ প্রতিবছর সেন্ট্রাল রোড শিব বাড়িতে ব্যাপক সমাগম হয়৷
কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে সবগুলি দেব মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন৷ প্রশাসনিক নির্দেশ মেনে এবছর শ্রাবণ মাসের বিশেষ পূজার্চনা শিব মন্দিরের মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷
শিববাড়ি ট্রাস্টি বোর্ডে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ভক্তদের অবগত করেছেন৷ তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার এ যেসব ভক্তবৃন্দ শিব মন্দিরের উদ্দেশ্যে ছিলেন তাদেরকে বাইরে থেকে শিব ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতে বলা হয়েছে৷
ভক্তরা অনুযায়ী মূল ফটকের বাইরে থেকেই শিবের উদ্দেশ্যে প্রণাম করেন৷ভক্তদের মন্দিরের ভিতরে প্রবেশ নিষিদ্ধ হলেও শ্রাবণ মাসের প্রথম সোমবার সেন্ট্রাল রোড শিব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে শিব ঠাকুরের বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়৷