Swanirvar Parivar : মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্পে ফলের চারা বিতরণ পশ্চিম হাওয়াইবাড়ি কমিউনিটি হলে

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ জুলাই ।। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্পের অঙ্গ হিসেবে মঙ্গলবার ফলের চারা বিতরণ অনুষ্ঠান হয় পশ্চিম হাওয়াইবাড়ি কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে ছিলেন উপস্থিত রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক রাজীব দে, তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য সত্যেন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

তেলিয়ামুড়া আর.ডি ব্লকের পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩৩ জন কৃষক শ্রেণীর বেনিফিসিয়ারিদের মধ্যে লেবু,সুপারি এবং পেঁপের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন, ফসল উৎপাদন করতে হলে জলের প্রয়োজন। তার জন্য দেশের প্রধানমন্ত্রী সেচ ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন।

মাটির পরীক্ষা, জল সঞ্চয়ী ব্যাবস্থা, সরকারিভাবে বীজ, কীটনাশক ঔষধ, সার সরকার কৃষকদের দিচ্ছে বিনামূল্যে।রাজ্যের মুখ্যমন্ত্রী ও কৃষকদের উন্নয়ন এবং স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিগত বাম আমলে এ রাজ্যের কৃষকরা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছিল সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে। কিন্তু বর্তমানে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয় না।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?