স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৯ জুলাই৷। দীর্ঘদিন ধরেই কুমারঘাট এর এফসিআই খাদ্য গুদাম থেকে চাল পাচারের অভিযোগ উঠে আসছিল৷
কিন্তু এতোদিন ধরে পাচারকারীরা এলাকার মানুষ এবং পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল৷ কিন্তু আজ সাধারণ মানুষের হাতে গাড়িসহ পাচার করা চাল আটক হলো৷
ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুরে কুমারঘাট রথিয়াবাড়ি ট্রাক সিন্ডিকেট এলাকায় টিআর০২-৩৯১৯ নম্বরের একটি যাত্রীবাহী অটোতে করে চাল পাচারের সময় স্থানীয়দের সন্দেহ হলে সেই অটো থেকে পাঁচ বস্তায় মোট আড়াইশো কেজি চাল আটক করে৷ এদিকে চাল পাচারকারী মানুষের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়৷
স্থানীয় এলাকাবাসীরা পাচার কাজে ব্যবহৃত গাড়ি এবং চাল কুমারঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়৷ তবে কুমারঘাট থানার পুলিশ সরকারি চাল পাচারের সাথে কারা যুক্ত রয়েছে তাদের খোঁজার জোর তদন্ত চালিয়ে যাচ্ছে৷
এলাকাবাসীর দাবি সরকারি রেশন চাল পাচারের মূল মাস্টারমাইন্ড সহ পাচার কার্যে জড়িতদের খুব শীঘ্রই গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হোক৷