স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২০ জুলাই।। পতিছড়ী ড্রপগেইট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত ১ শিশু। ঘটনার বিবরনে জানাযায় মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ড্রপগেইট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক ও গাড়ীর সংঘর্ষে আহত হয় বাইকে থাকা এক শিশু।
জানা যায় টি আর ০৩ জি ০৩৪২ নাম্বারের গাড়ী উদয়পুরের উদ্দ্যেশ্যে যাচ্ছিলো গাড়ীটি পতিছড়ী ড্রপগেইট এলাকা পারহয়ে কিছু দুর যাওয়ার পর পাশ্ববর্তী এলাকার একটি রাস্তা থেকে টি আর ০৩ এফ ৫৬৫০ নাম্বারের বাইকটি জাতীয় সড়কে উঠতেগিয়ে গাড়ীর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে করে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশ্ববর্তী জঙ্গলে গিয়ে পড়ে। অপরদিকে এই সংঘর্ষে বাইকে থাকা একটি ছোট্ট শিশু আহতহয়।
জানা যায় বাইকে শিশুসহ উর মাতা পিতা ছিলো। দুর্ঘটনায় শিশুটি আহত হয় বলে জানা যায়। দুর্ঘটনার পরবর্তীসময় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিশুকে বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য প্রেরন করে। দুর্ঘটনায় আহত শিশু ও উর পরিবারের লোকজনের পরিচয় জানা যায়নি। ঘটনার কিছুসময় পর ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার কারন যাচাই করে দেখছেন।