স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৯ জুলাই৷। মুখ্যমন্ত্রীর কাছে মোবাইল চেয়ে আবেদন করে মোবাইল পেল সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী৷ গত কয়েকদিন আগে পিয়ালী সাহা নামে উদয়পুর নেতাজী বিদ্যানিকেতন বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া সুকল ছাত্রী সামাজিক মাধ্যমে একটি টুইট করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে৷ সেই টুইটে আবেদন করেছিল, বর্তমানে বিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে যে ক্লাস করানো হচ্ছে তাতে পিয়ালী অংশগ্রহণ করতে পারছে না মোবাইল না থাকার দরুণ৷
তাই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-এর কাছে সামাজিক মাধ্যমে আবেদন করেন তাকে যেন একটি মোবাইল ফোন দেওয়া হয়৷ অর্থনৈতিকভাবে ভেঙে পড়ায় দরিদ্র পরিবারের ছাত্রীটির কথা শুনে মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রিপুরার গেজেটেড অফিসার সংঘের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় পিয়ালী সাহা’কে একটি মোবাইল ফোন দেওয়ার জন্য৷
সোমবার দুপুরে উদয়পুর কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা প্রাণকৃষ্ণ সাহার বাড়িতে যান ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘের কর্মকর্তারা৷ বাড়িতে গিয়ে উনার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া পিয়ালী সাহার সাথে কথা বলেন গেজেটেড অফিসার সংঘের ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ রায়৷
এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা *সরকার, সংঘের কোষাধ্যক্ষ রূপন বিশ্বাস, অফিস সম্পাদক গৌরাঙ্গ শুক্ল দাস সহ অন্যান্যরা৷ এদিন গেজেটেড অফিসার সংঘের পক্ষ থেকে সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী পিয়ালী সাহাকে একটি মোবাইল ফোন দেওয়া হয়৷
এই মোবাইল ফোনটি পেয়ে খুবই খুশি সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী পিয়ালী সাহা৷ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে কিছুক্ষণের মধ্যেই মোবাইল পাওয়ায় পিয়ালী রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’কে ধন্যবাদ জানিয়েছেন৷