Missing : লক্ষীলুঙ্গা চা-বাগানে মেয়ের বাড়িতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ বাবা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুলাই৷। মেয়ের বাড়িতে নিখোঁজ এক ব্যক্তি৷ নিখোঁজ ব্যক্তির নাম হৃদয় উড়াং৷ বাড়ি নির্বাচনের লেম্বুছড়া পাড়াতে৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

মেয়ের বাড়িতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ এক ব্যক্তি৷ তার নাম হৃদয় উড়াং(৪৫)৷ তার বাড়ি রানীর বাজার এলাকার লেম্বুছড়া পাড়াতে৷গত ১৬ জুলাই বামুটিয়ার লক্ষীলুঙ্গা চা-বাগানে মেয়ের বাড়ি থেকে নিখোঁজ তিনি৷

পুলিশে মিসিং ডাইরি লিপিবদ্ধ করলেও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি৷ প্রায় দশ বার দিন আগে কিছুটা মানসিক রোগের লক্ষণ দেখা যায় হৃদয় উড়াং এর মধ্যে৷১৫ তারিখ লক্ষ্মীলুঙ্গা চা বাগানে মেয়ের জামাই বিপ্লব তাঁতির বাড়িতে আসেন চিকিৎসা করাতে৷১৬ তারিখ ভোর রাতে তিনি ঘরের দরজা খুলে বাইরে গিয়েছিলেন৷

এরপর আর ঘরে ফিরে আসেননি৷ বহু খোঁজাখুঁজির পরও উনাকে পাওয়া যায়নি বলে দাবি করেন মেয়ের জামাই বিপ্লব৷

ওনার সঙ্গে যে মোবাইল ফোনটি ছিল সেটিও সুইচ অফ৷ পরিবারের তরফে ১৬ তারিখ এয়ারপোর্ট থানায় মিসিং এন্িন্ট করা হয়৷ নিখোঁজ ব্যক্তির কোনো হদিস না পেয়ে পরিবারের লোকজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?