স্টাফ রিপোর্টার, কদমতলা, ২০ জুলাই।। প্রাকৃতিক কাজ করতে গিয়ে নিজ বাড়িতেই মাটিচাপা পড়ে মৃত্যু এক মহিলার। মৃতার নাম করিমুন নেছ। বয়স ৫০। ঘটনাটি ঘটেছে কদমতলার কালাগাঙ্গের পার এলাকায়।
কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। কদমতলা হাসপাতালের পক্ষ থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল নুরের মেয়ে করিমুন নেছা আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সারতে ঘরের পাশের শৌচাগারে যান।
তখন আচমকা শৌচাগারের এক পাশে থাকা উঁচু টিলার মাটি ধ্বসে মাটির চাপায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার।তখন পরিবারের লোকজন সহ এলাকাবাসী একত্রিত হয়ে মাটির নিচ থেকে করিমুন নেছাকে উদ্ধারের চেষ্টা করেন।
খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে। তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে করিমুনকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
তারপর মৃতার পরিবারের লোকজন ময়নাতদন্তের প্রয়োজন নেই বলে আবেদন করলে কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেন। এই আকস্মিক মৃত্যুতে গোটা কালাগাঙ্গের পার এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।