Farhan Akhtar : চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য কতোই পরিশ্রমই না করে থাকেন তারকারা

অনলাইন ডেস্ক, ২০ জুলাই।। একটি ছবিতে নিজের চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য কতোই পরিশ্রমই না করে থাকেন তারকারা। কখনও ওজন বাড়ানো, কখনও কমানো। আবার কখনও কখনও তো তারা নিজেদের লুকেই পাল্টে ফেলেন।

ঠিক একইভাবে নিজের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘তুফান’-এ নিজের চরিত্র ফুটিয়ে তোলার জন্য ফারহান আখতার ঠিক কতোটা পরিশ্রম করেছেন তার কিছুটা হলেও আন্দাজ করা গেছে তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে।

সোমবার (১৯ জুলাই) বলিউডের এই অভিনেতা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি কোলাজ করে শেয়ার করেছেন। যেখানে ৬৯, ৭৬ ও ৮৫ কেজি ওজনের ফারহানকে দেখা গেছে।

‘তুফান’-এর জন্যই ৬৯ কেজি থেকে ৮৫ কেজি হয়েছিলেন ফারহান আখতার। তার এই ট্রান্সফরমেশন রীতিমতো চমকে দিয়েছে সকলকে।

ফারহান আখতার এই ছবি প্রকাশ করার পর তাকে বয়ে গেছে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা। মন্তব্য করেছেন বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি তারকারা।

বলিউড অভিনেতা হৃতিক রোশন মন্তব্য করে লিখেছেন, ‘মানে ৬৯ কিলো থেকে সোজা ৮৫ কিলো- কী করে সম্ভব এটা, পাগলামি।’

ফারহানের প্রেমিকা শিবানি দাণ্ডেকরের মন্তব্য করে লিখেছেন, ‘আমি এই তিনটি আকারের মানুষকেই সমান ভালোবাসি।’

ডোঙ্গরির এক অনাথ আজ্জু ভাই (আজিজ আলির) বক্সিং রিংয়ের চ্যাম্পিয়ন হয়ে ওঠার কাহিনি এই ছবি। জীবনের অসংখ্য ওঠা পড়ার মধ্যেও যে নিজের স্বপ্নকে ছোঁয়ার লক্ষ্য থেকে চোখ সরায়নি।

অনন্যার (ম্রুনাল ঠাকুর) সঙ্গে দেখা হওয়ার পর তার জীবন বদলাতে শুরু করে। বক্সিংয়ের মধ্যে প্রাণ খুঁজে পায় ছেলেটি। এমনই এক হার না মানা, লড়াকু বক্সারের গল্প ‘তুফান’।
গত সপ্তাহে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ‘তুফান’।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?