Dilapidated Road : বেহাল রাস্তা সংস্কারের দাবী জানলেন আমবাসা মহকুমার লালছড়ি গ্রামের মানুষ

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২০ জুলাই।। লালছড়ি গ্রামের লোকজনদের আসা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত।  রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত এবং সম্পূর্ণ রাস্তাটি ভগ্নদশায় পরিণত। লালছড়ি বাসীদের  আমবাসা এবং কুলাই  যাতায়াত করার একমাত্র রাস্তা এই রাস্তাটি।

এই রাস্তাটি দিয়ে বিকল্প রাস্তা হিসেবে  বাগমারা হয়ে কচু ছড়া এবং সালেমার দিকে যাওয়া যায়। আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে যখন আমবাসা বাজার সংলগ্ন ধলাই নদীর উপর আমবাসা বিপিন সেতুর মেরামত চলছিল ।

তখন প্রায় এক মাস জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করা মালবাহী লড়ি থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি সবই এই রাস্তা ব্যবহার করে কুলাই হয়ে আমবাসা এসে আগরতলা কিংবা ধর্মনগরের দিকে যাতায়াত করতো। যার ফলে এই গ্রাম্য রাস্তাটি ভগ্ন দশায় পরিণত হয় । আজ থেকে প্রায় তিন চার মাস পূর্বে এই রাস্তাটি কিছুটা মেরামত করা হয়।

কিন্তু কাজ নিম্নমানের হওয়ায় অল্প কিছুদিনের মধ্যেই রাস্তার অবস্থা সেই আগের মত ভগ্নদশায় পরিণত হয়। এলাকাবাসীরা জানান এই রাস্তা দিয়ে চলাচল করতে তাদের খুবই অসুবিধা হচ্ছে। এমনকি রাতে এই রাস্তা দিয়ে চলাচল খুবই কঠিন হয়ে পড়েছে।

এই রাস্তাটি পাশেই রয়েছে আমবাসা আইটিআই ইনস্টিটিউট এবং আমবাসা মডেল ইংলিশ মিডিয়াম স্কুল সহ আরো কিছু সরকারি প্রতিষ্ঠান। বর্তমানে এলাকাবাসীরা চাইছেন অতিসত্বর মেরামত করা হোক এই ভগ্নদশা গ্রস্ত রাস্তাটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?