স্টাফ রিপোর্টার, কদমতলা, ২০ জুলাই।। স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ। পরিনাম মৃত্যু। মঙ্গলবার আনুমানিক ভোর ৫ টা নাগাদ কদমতলা থানা এলাকার হাঁপাইটিলার বাসিন্দা গৌর প্রসাদ শর্মা (৩৪) তার স্ত্রী পম্পি শর্মা (২৭)এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পারিবারিক কলহের জেরে।
মাথায় আঘাতের করার পর স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ফেলে নিজের মোদি দোকানে আত্মহত্যা করে গৌর প্রসাদ।ভোর বেলা নিমিষেই ঘটে যায় এই ঘটনা।
পাড়াপ্রতিবেশির ঘুম তখনো ভাঙ্গেনি।বৃদ্ধ পিতা বিছনায় ছিলেন তখন ছেলে এসে বলে স্ত্রীর কাজ শেষ করেদিয়েছি। কোন কিছু বুঝার আগেই নিজ দোকানে ফাঁসিতে ঝুলে যায়।
এলাকার লোকজন ছুটে আসে জখম পম্পি শর্মাকে তড়িঘড়ি কদমতলা হাসপাতালে নিয়ে আসা হয়।তার অবস্থা গুরুতর থাকায় তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয়।
ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ এসে মোদি দোকান থেকে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসাপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷