Bomb Attack : ইরাকে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৬০ জন

অনলাইন ডেস্ক, ২০ জুলাই।। ঈদুল আজহার আগের দিন ইরাকে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৬০ জন।

আল জাজিরা জানায়, সোমবার রাতে বাগদাদের সদর সিটির একটি জনবহুল বাজারের আত্মঘাতী হামলা চালানো হয়। যেখানে ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন আগতরা। নিহতদের মধ্যে একাধিক নারী ও শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই হামলার ঘটনার নিন্দা করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহা। ঘটনার পরপরই এক জরুরি বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইইডি-র মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে।

বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে বাগদাদ অপারেশন কমান্ড দপ্তর। ভিডিওতে দেখা যায়, বাজারে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে মৃতদেহ। আহত ও ঘটনাস্থলে থাকা ওই ভুক্তভোগীদের চিৎকার ও কান্না শোনা যায়।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটস (আইএসআইএস)। সেখানে বলা হয়, শরীরে বেধে রাখা বোমা ফাটিয়েছে এক যোদ্ধা।

এক সময় বোমা হামলা ছিল বাগদাদের নিত্যদিনের ঘটনা। তবে ২০১৭ সালে আইএসআইএস যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলে হামলা কমে আসে।

সর্বশেষ জানুয়ারিতে মধ্য বাগদাদের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় দুটি আত্মঘাতী বোমার হামলায় ৩০ জনের বেশি মানুষ মারা যায়। এটি ছিল তিন বছরের মধ্যে ইরাকের রাজধানীতে সবচেয়ে ভয়াবহ হামলা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?