স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ জুলাই ।। গত রবিবার বিপত্তারিণী প্রতিমা নিরঞ্জন এসে সলিল সমাধি হওয়া ১৬ বছর বয়সি অনির্বাণ পালের নিখোঁজ মৃতদেহ প্রায় ৪১ ঘন্টা পর দেহ মিলল। মঙ্গলবার সকাল বেলা ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ থেকে ১২ কিলোমিটার দূরে তেলিয়ামুড়া থানাধীন চাম্পালই এলাকার নয়াবাড়ি রেলব্রীজ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় এলাকাবাসীর নজরে আসে বিষয়টি।
খবর চাউর হতেই গোটা এলাকায় জড়ো হতে থাকে প্রচুর সংখক সাধারণ মানুষ। খবর আসে তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং এন.ডি.আর.এফ-এর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।সেখান থেকে জল পথে নিয়ে আসে অনির্বাণের নিথর দেহ তেলিয়ামুড়া দশমিঘাট এলাকায়। পরে তেলিয়ামুড়া দমকলকর্মীরা নিথর দেহ নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
জানা যায় ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে মরদেহ। এদিকে অনির্বানের নিথর দেহের হদিস মেলার খবর ছড়িয়ে পরতেই সন্তান হারা মায়ের কান্নায় এবং পরিবার-পরিজনসহ এলাকাবাসীদের চোখের জলে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। জানা যায়, ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বছর ১৬-র অনির্বাণের নিথর মৃতদেহ।
মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে আসার পথে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় অনির্বাণের নিথর মৃতদেহ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। সেই সাথে বিধায়িকা যান অনির্বাণের বাড়িতে। সেখানে পরিবার-পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন।