Accident : তুলাশিখরের কলাবাগনে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক ও এক যুবতি

স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৯ জুলাই৷। খোয়াই তুলাশিখরের কলাবাগন এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক ও এক যুবতি৷ চাম্পাহাওর থানাধীন কলাবাগন একলব্য ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে৷

আহত রোজ দেববর্মা (১৬) ও বেনিয়ান দেববর্মা (২১) এর অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জিবিপি হাসপাতালে রেফার করে৷ দীনেশ দেববর্মা (১৯) জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত তিন জন চাম্পাহাওর এলাকার বাসিন্দা৷

স্থানীয় সূত্রে জানা গেছে, একই বাইকে করে তিনজন তুলাশিখর থেকে চাম্পাহাওরের নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিল৷ বাড়ি ফেরার পথে কলাবাগান একলব্য ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পড়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷ ফলে ঘটনাস্থলেই তিন বাইক আরোহী গুরুতর জখম হয়৷

বাইকটি দুর্ঘটনার কবলে পড়তেই প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তিনজন কে তুলাশিখর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে৷ প্রাথমিক চিকিৎসার পর আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয়৷

জেলা হাসপাতালে নিয়ে আসার পর রোজ দেববর্মা ও বেনিয়ান দেববর্মার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?